গ্রাম আদালত আইনঃ-
(ক) তফসিলের প্রথম অংশঃ বিচারযোগ্য ফৌজদারি মামলাসমুহঃ-
১) দন্ডবিধির ধারা ৩২৩ বা ৪২৬ বা ৪৪৭ মোতাবেক কোন অপরাধ সংঘটন করা, বে-আইনি জনসমাবেশ সাধারন উদ্দেশো হলে এবং উক্ত বে-আইনি জনসমাবেশের জড়িত ব্যক্তির সংখ্যা ১০ এর অধিক না হলে দন্ডবিধি ১৪৩ ও ১৪৭ ধারা, ১৪১ ধারা এর ৩য় বা ৪র্থ দফার সাথে পঠিতব্য;
২) দন্ডবিধির ধারা ১৬০, ৩৩৪, ৩৪১, ৩৪২, ৩৫২, ৩৫৮, ৫০৪, ৫০৬, ( প্রথম অংশ ) ৫০৮, ৫০৯, এবং ৫১০
৩) দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০, ও ৩৮১ যখন সংঘঠিত অপরাধটি গবাদিপশু সংক্রান্ত হয় এবং গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;
৪) দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০, ও ৩৮১ যখন সংঘঠিত অপরাধটি গবাদিপশু ছাড়া অন্য কোন সম্পতি সংক্রান্ত হয় এবং উক্ত সম্পতির মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;
৫) দন্ডবিধির ধারা ৪০৩, ৪০৬, ৪১৭, ও ৪২০ যখন অপরাধ সংশ্লিষ্ট অর্থের পরিমান অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;
৬) দন্ডবিধির ধারা ৪২৭, যখন সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য অনধিক ২৫,০০০/- ( পচিশ হাজার ) টাকা হয়
৭) দন্ডবিধির ধারা ৪২৮ ও ৪২৯ যখন গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;
৮) cattle tresspass Act, 1871 (Act No. 1 of 1871) এর section 24, 26, 2
৯) উপরিউক্ত যে কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা তার সংঘটনের সহায়তা করা।
(খ) তফসিলের দ্বিতীয় অংশঃ দেওয়ানি মামলাসমুহঃ-
১) কোন চুক্তি মোতাবেক পাওনা টাকা বা দলিল দস্তাবেজ আদায়ের মামলা;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস