রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৫টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে নুনখাওয়া ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পন্চায়েতবলা হত। ১৯৫০ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম পন্চায়েতএর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীঘোষণা করা হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান কিছু প্রতিনিধি জুরি বোর্ড পন্চায়েতএরপদবী কে চেয়ারম্যান করা হয়। মোঃ আ: হামিদ সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হনএবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে ডা: দলিলুর রহমান নির্বাচিতহন, এবং বর্তমানে মোঃ শাহাবুল হোসাইন সাবুল ইউনিয়নপরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে ২০টি ছোট বড় গ্রামও ৯টি ওর্য়াডমিলিয়েই নুনখাওয়া ইউনিয়ন পরিষদ। ঐতিয্যবাহি এই ইউনিয়নটির বেশীর ভাগ নদীর গর্ভে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস